গ্রেপ (grep)
Last updated
Last updated
grep
নিয়ে আমরা আগেও কাজ করেছি। grep
এর পুরো অর্থ "global regular expression print"। বুঝতেই পারছেন। রেগুলার এক্সপ্রেশনই এর বিশেষত্ন। এর কাজই হলো টেক্সট ফাইল থেকে সেইসব লাইন খুঁজে বের করা যেগুলো প্যাটার্নে মিলবে। গ্রেপকে আমরা এ পর্যন্ত পাইপ এর দ্বারা ব্যবহার করেছি। গ্রেপের কমান্ডকাঠামোটি এরকম:
অর্থাৎ প্রথমে grep
তারপর অপশনসমূহ, তারপর regex
অর্থাৎ রেগুলার এক্সপ্রেশন এবং সবশেষে এক বা একাধিক ফাইল।
এবার দেখে নেওয়া যাক গ্রেপে ব্যবহৃত কিছু অপশন:
এবার গ্রেপের শক্তিপরীক্ষার জন্য আমাদের কিছু ফাইল দরকার। অতএব, কিছু ফাইল তৈরী করা যাক:
তো, এবার দেখা যাক আমাদের এই চারটি ফাইলে bzip কোথায় কোথায় লেখা আছে:
আমরা দেখছি প্রত্যেকলাইনে একটি করে ফাইলের নাম এবং সেই ফাইলে bzip এর সাথে মিলে যাওয়া লাইনটি। এবার আমরা যদি চাইতাম শুধু দেখবো কোন কোন ফাইলে bzip আছে সেটা এভাবে করতে পারি:
এবার শুধু ফাইলের নাম দেখাচ্ছে। এবার আমরা যদি দেখতে চাই কোন কোন ফাইলের মধ্যে bzip নাই, সেটা দেখতে পারি এভাবে:
আমরা দেখতে পাচ্ছি কোনো দুটি ফাইলে bzip নাই।
এপর্যন্ত আমরা খুব সাধারণ রেগুলার এক্সপ্রেশন বা রেজেক্স ব্যবহার করেছি। যার মধ্যে ছিল শুধু লিটারাল ক্যারেক্টার। লিটারাল হচ্ছে সেইসব ক্যারেক্টার যেগুলোর বিশেষ কোনো অর্থ নাই রেজেক্সে। যেমন a, b, ই, ভ ইত্যাদি। অর্থাৎ, a বলতে a-ই বুঝবে। আমাদের পূর্ববর্তী রেজেক্স ছিল bzip। যেখানে b, z, i ও p এই চারটি লিটারাল ক্যারেক্টার খুঁজতে বলেছি যাদের মধ্যে আর কোনো ক্যারেক্টার থাকবে না।
অন্যদিকে আছে কিছু মেটাক্যারেক্টার। রেজেক্সে মেটাক্যারেক্টারগুলোর বিশেষ অর্থ আছে। আমরা যেমন ওয়াইল্ডকার্ডের জন্য * ও ? ব্যবহার করেছি সেরকম। গ্রেপ এই মেটা ক্যারেক্টারগুলো ব্যবহার করে:
^ $ . [ ] { } ( ) - ? * + | \
এগুলো ছাড়া বাকি সব ক্যারেক্টার লিটারাল।
মনে রাখা প্রয়োজন যে এইসব ক্যারেক্টারের শেলের কাছেও বিশেষ অর্থ আছে। তাই সম্পূর্ণ রেজেক্সকে '' চিহ্ন দিয়ে ক্যোট করে দেওয়া ভালো যেন শেল এগুলোকে এক্সপ্যান্ড করার চেষ্টা না করে।
আমরা যদি রেজেক্সে ডট(ফুলস্টপ) চিহ্ন ব্যবহার করি তাহলে ডটের স্থানে যেকোনো ক্যারেক্টার ম্যাচ করবে। একটা উদাহরণ দেখা যাক:
আমাদের রেজেক্স ছিল .zip
অর্থাৎ zip এর আগে অন্তত একটি যেকোনো ক্যারেক্টার থাকতে হবে। এজন্যই, হয়ত আপনি লক্ষ্য করেছেন ফলাফলে zip
নেই। কারন zip
এর আগে কোনো ক্যারেক্টার নেই।
রেজেক্সে দুটি এ্যাঙ্কর মেটাক্যারেক্টার আছে। '^' (ক্যারেট) এবং '$' (ডলার) চিহ্ন। প্রথমটি রেজেক্সের শুরুতে ও দ্বিতীয়টি শেষে বসে। প্রথমটি শুধু সেইসব ম্যাচ বের করে যেগুলোর শুরুতে রেজেক্সটি আছে। দ্বিতীয়টি খুঁজে বের করে যেগুলোর শেষে থাকে। আসুন, ব্যবহার করে দেখি:
প্রথমে আমরা সেইসব ম্যাচ খুঁজলাম যার শুরুতে zip আছে এবং পরবর্তীতে খুঁজলাম কোনগুলোর শেষে আছে। সবার শেষে দেখলাম কোনগুলোর শুরু এবং শেষে zip
আছে। স্বাভাবিকভাবেই zip
ছাড়া আর কোনো ম্যাচ ছিল না।
অপশন
লং অপশন
কাজ
-i
--ignore-case
বড় ও ছোটহাতের লেখার মধ্যে পার্থক্য করবে না। দুটোই গ্রহণ করবে।
-v
--invert-match
যেসব লাইন মিলবে সেগুলো দেখানোর বদলে যেগুলো মিলবে না সেগুলো দেখাবে।
-c
--count
লাইনগুলো না দেখিয়ে মোট কতগুলো লাইনে মিলেছে তার সংখ্যা জানাবে।
-l
--files-with-matches
মিলে যাওয়া লাইন না দেখিয়ে লাইনগুলো কোন ফাইলের তার নাম দেখাবে।
-L
--file-without-match
-l অপশনের মত তবে উল্টো। অর্থাৎ সেই ফাইলগুলোর নাম দেখাবে যেগুলোতে মেলেনি।
-n
--line-number
মিলে যাওয়া লাইনের নম্বর দেখাবে।
-h
--no-filename
একাধিক ফাইলে খোঁজার সময় ফাইলের নাম দেখাবে না।