পঞ্চম অধ্যায় - কীবোর্ড ট্রিক্স
আপনার হয়ত মনে হতে পারে কমান্ডলাইন ইউজাররা প্রচুর টাইপ করতে পছন্দ করে। বাস্তবতা কিন্তু উল্টো। যা সময় নষ্ট করে এমনকি তা যদি টাইপ করাও হয় তবে তা ঘৃণা করে কমান্ডলাইন ইউজাররা। চেষ্টা করা হয় যত কম টাইপ করে, যত কম প্রচেষ্টা ও পুনরাবৃত্তিতে কিছু করা যায়। এজন্য লক্ষ্য করে দেখবেন, অধিকাংশ কমান্ডগুলোর নাম বেশ ছোট। যেমন: cp, mv, rm, pwd...
এই অধ্যায়ে আমরা কিছু শেল ফিচার ও কিছু কীবোর্ডের ব্যবহারের উপর জোর দেবো যা আমাদের কম কষ্টে ভালোভাবে কাজ করার সুযোগ দেবে।
Last modified 4yr ago