প্রথম খন্ড - শেল বেসিক
শেল বেসিক
এই অংশের লেখাগুলো একদম বেসিক শেল ব্যবহারের উপর লেখা হচ্ছে। আমরা জানতে চেষ্টা করবো টার্মিনালের বেসিক ব্যবহার, ফাইল ম্যানিপুলেশনের ম্যাজিক, রিডিরেকশনের সৌন্দর্য। দেখবো শেল যেভাবে দেখে, জানবো কিছু শর্টকার্ট যা টার্মিনাল ব্যবহারকে করবে স্মুথ। জানবো পারমিশন ও প্রসেস সম্পর্কে।
Last updated