আসুন, আপনাকে এর ক্ষমতার একটা ছোট উদাহরণ দিই। একবার আমার ২শতাধিক ছোট ছোট লেখা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট থেকে প্লেইন টেক্সটে কনভার্ট করার দরকার পড়েছিল। আমি হয়ত প্রত্যেকটা ফাইল খুলে সেখান থেকে টেক্সট ফরম্যাটে সেভ দিতে পারতাম। কিন্তু টার্মিনালে মাত্র একটি কমান্ডের মাধ্যমে আমি মাত্র কয়েকসেকেন্ডে সবগুলো ফাইল কনভার্ট করেছি।