Links

চতুর্থ খন্ড - টেক্সট ম্যানিপুলেশন

টেক্সট ম্যানিপুলেশন

এই খণ্ডের বিষয়বস্তু টেক্সট। তার কিছু অংশ আমাদের পরবর্তীতে শেলস্ক্রিপ্টিং এর জন্য প্রয়োজন হবে যেমন রেগুলার এক্সপ্রেশন। তাছাড়াও জানবো টেক্সট প্রসেসিং এর খুঁটিনাটি, জানবো আউটপুট ফরম্যাটিংয়ের উপায় এবং সবশেষে প্রিন্টিং।