ন্যানো - এডিটিং এবং নেভিগেশন

ন্যানোতে লেখা শেখানোর কিছু নেই। আপনি স্বাভাবিক যেভাবে লেখেন সেভাবেই লিখতে পারেন। ব্যাকস্পেস চেপে লেখা মুছতে পারেন। এ্যারো কী ব্যবহার করে কার্সরের অবস্থান পরিবর্তন করতে পারেন।

কাট, কপি ও পেস্ট করা

কাট বা কপি করতে হলে আপনাকে আগে প্রয়োজনীয় অংশটুকু মার্ক করতে হবে। '^^' অর্থাৎ CTRL-^ চাপলে আপনি নীচে 'Mark set' লেখা দেখবেন তারপর এ্যারো কী চেপে প্রয়োজনীয় অংশটুকু মার্ক করুন। তারপর:

  • কপি করতে M-^ চাপুন, অথবা

  • কাট করতে ^K চাপুন।

পেস্ট করতে ^U চাপুন।

সার্চ এবং রিপ্লেস

আপনি আপনার ডকুমেন্টে কোনো একটা লেখা খুঁজতে পারেন। সেটাকে রিপ্লেস করতে পারেন অন্য শব্দ দিয়ে। তারজন্যে আপনাকে আগে ^W চাপতে হবে। এবার মিনিবাফারে 'Search: ' লেখা আসবে। এখানে আপনি যা সার্চ করতে চান লিখবেন। তারপর এন্টার চাপলে সেই লেখাটি থাকলে কার্সরের ঠিক পরেই যেখানে আছে দেখাবে। আবারও একই জিনিস সার্চ করতে হলে ^W চাপলে দেখবে সার্চের পাশে ব্রাকেটের ভিতরে আগের সার্চস্ট্রিংটি আছে। এখন শুধু এন্টার দিলেই হবে।

রিপ্লেস করতে হলে প্রথমে ^W চাপতে হবে। তারপর ^R চাপলে রিপ্লেস মোড সক্রিয় হবে। মিনিবাফারে 'Search (to replace):' লেখা আসবে। এবার যে স্ট্রিংটি রিপ্লেস করতে চান সেটি লিখে এন্টার দেবেন। এবার মিনিবাফারে লেখা আসবে 'Replace with:' এখানে যে স্ট্রিংটি বসাতে চান লিখে এন্টার দেবেন। তখন আপনার সার্চ করা স্ট্রিংটি হাইলাইট করে দেবে এবং মিনিবাফারে জিজ্ঞাসা করবে লেখাটি রিপ্লেস করবে কিনা। আপনি Y চেপে সম্মতি দিতে পারেন বা N চেপে অসম্মতি জানাতে পারেন। সম্মতি দিলে রিপ্লেস করবে এবং সার্চ স্ট্রিংটি পরে যেখানে আছে নিয়ে গিয়ে আবার সম্মতি চাইবে। তাছাড়াও আপনি A চেপে সবগুলো রিপ্লেস করতে পারেন একবারে বা ^C চেপে ক্যানসেল করতে পারেন।

একাধিক ফাইলের মধ্যে চলাফেরা

আপনি যদি একাধিক ফাইল ন্যানোতে একবারে খুলে থাকেন, তাহলে পরবর্তী ফাইলে যেতে পারেন ^V বা F8 চেপে এবং পূর্ববর্তী ফাইলে যেতে পারেন ^Y বা F7 চেপে।

Last updated