ফাইল ও ডিরেক্টরি কপি করা

আমরা এর পূর্ববর্তী কয়েকটি উদাহরনে cp কমান্ডটি দেখেছি। ফাইল ও ডিরেক্টরি কপি করতে এই কমান্ডটি ব্যবহার করা হয়। এটা ব্যবহারের দুটো উপায়। প্রথমটি:

cp source_item destination_item

এখানে source_itemdestination_item উভয়েই ফাইল বা ডিরেক্টরি যেকোনোকিছু হতে পারে। কোনক্ষেত্রে ফলাফল কি হবে দেখে নিই:

সোর্স: ফাইল

সোর্স: ডিরেক্টরি

ডেস্টিনেশন: ফাইল

সোর্স ফাইলটি ডেস্টিনেশন ফাইলের জায়গায় কপি হবে। অর্থাৎ ওভাররাইড করবে। তবে ডেস্টিনেশন ফাইলের নাম ঠিক থাকবে।

এরর দেখাবে। কারন, ফাইলকে ডিরেক্টরি দিয়ে ওভাররাইড করা যায় না।

ডেস্টিনেশন: ডিরেক্টরি

সোর্স ফাইলটি ডেস্টিনেশন ডিরেক্টরির মধ্যে কপি হবে।

সোর্স ডিরেক্টরিটি ডেস্টিনেশন ডিরেক্টরির মধ্যে কপি হবে।

কপি কমান্ডের দ্বিতীয় কাঠামোটি হল:

cp source_item... destination_directory

অর্থাৎ আপনি একাধিক সোর্স ফাইল এবং ডিরেক্টরি একটি ডেস্টিনেশন ডিরেক্টরিতে কপি করতে পারবেন। মনে রাখবেন শেষ আর্গুমেন্ট টি ডিরেক্টরি হবে এবং ওইটিই ডেস্টিনেশন হবে সবসময়।

এবার আমরা cp কমান্ডের কিছু গুরুত্বপূর্ণ অপশনে নজর বুলিয়ে নিই:

অপশন

লং অপশন

অর্থ

-a

-- archive

ফাইল বা ডিরেক্টরি তার সকল গুনাগুন যেমন ফাইল পার্মিশন এবং ওনারশিপ সম্পর্কিত তথ্যাবলী সহ কপি হবে।

-i

--interactive

সোর্স ও ডেস্টিনেশনে উভয় স্থানে একই ফাইল থাকে তাহলে ওভাররাইড করা হয়। এই অপশন যুক্ত করলে ওভাররাইড করার আগে জানতে চাইবে ওভাররাইড করা হবে কিনা।

-r

--recursive

এই অপশন(বা -a) যুক্ত করলে ডিরেক্টরি তার সকল কন্টেন্ট সহ কপি করে। নতুবা ডিরেক্টরি কপি হয়না। অর্থাৎ ডিরেক্টরি কপি করতে গেলে এই অপশনটি অবশ্যই দিতে হবে(যদি -a ব্যবহার করা না হয়।)

-u

--update

সোর্স থেকে শুধু সেই ফাইলগুলোই কপি করা হবে যেগুলো ডেস্টিনেশনে নেই বা পুরাতন সময়ের আছে ।

-v

--verbose

সাধারনত, কপি করার সময় এরর না হলে কোনো তথ্যই দেখায় না। এই অপশন যোগ করলে কপি করার সম্পর্কিত তথ্যগুলি দেখাবে।

ব্যবহারিক জীবনে আমি সাধারণত সবসময় cp -rv ব্যবহার করি।

Last updated