ফাইল ও ডিরেক্টরি কপি করা
আমরা এর পূর্ববর্তী কয়েকটি উদাহরনে cp কমান্ডটি দেখেছি। ফাইল ও ডিরেক্টরি কপি করতে এই কমান্ডটি ব্যবহার করা হয়। এটা ব্যবহারের দুটো উপায়। প্রথমটি:
এখানে source_item ও destination_item উভয়েই ফাইল বা ডিরেক্টরি যেকোনোকিছু হতে পারে। কোনক্ষেত্রে ফলাফল কি হবে দেখে নিই:
কপি কমান্ডের দ্বিতীয় কাঠামোটি হল:
অর্থাৎ আপনি একাধিক সোর্স ফাইল এবং ডিরেক্টরি একটি ডেস্টিনেশন ডিরেক্টরিতে কপি করতে পারবেন। মনে রাখবেন শেষ আর্গুমেন্ট টি ডিরেক্টরি হবে এবং ওইটিই ডেস্টিনেশন হবে সবসময়।
এবার আমরা cp কমান্ডের কিছু গুরুত্বপূর্ণ অপশনে নজর বুলিয়ে নিই:
ব্যবহারিক জীবনে আমি সাধারণত সবসময় cp -rv ব্যবহার করি।
Last updated