locate বোধহয় সবচেয়ে সোজাসাপ্টা ফাইল সার্চিং কমান্ড। হাতে-কীবোর্ডে দেখা যাক। আমরা সেইসব ফাইল খুঁজবো যেগুলোর মধ্যে zip কথাটি আছে:
me@howtocode-pc:~$ locate zip
আপনি লম্বা একটা লিস্ট দেখতে পাবেন। এখন মনে করুন আপনি চাইছেন সেসব ফাইল খুঁজতে যার শুরু zip দিয়ে। যদি কোনো ফাইলের নামের শুরু zip দিয়ে হয় তবে তার শুরুতে অবশ্যই '/' থাকবে। অতএব আমরা লিখবো:
এবার আরেকটু জটিল কিছু চেষ্টা করি। আমরা এমন কিছু ফাইল খুঁজবো যার শুরু zip দিয়ে এবং কোনো না কোনোভাবে সেটি python3 এর সাথে সম্পর্কযুক্ত। এজন্য আমরা এভাবে কমান্ড করবো:
আমরা যা করেছি তা হলো প্রথম locate /zip দিয়ে zip দিয়ে শুরু হওয়া সব ফাইল পেয়েছি। তারপর পাইপ এর সাহায্যে grep python3 যোগ করেছি। ফলে greplocate এর আউটপুটকে ফিল্টার করে শুধু যেসব ফাইলপাথে python3 কথাটি আছে সেগুলো দেখিয়েছে।
updatedb
locate কমান্ডটি সার্চের জন্য একটি ডাটাবেজ ব্যবহার করে। এই ডাটাবেজ ক্রনজবের মাধ্যমে নির্দিষ্ট সময় পরপর আপডেট হয়। তাই খুব একটা আগে তৈরী হয়নি এমন ফাইল আপনি নাও পেতে পারেন locate কমান্ড দিয়ে। এক্ষেত্রে আপনি সুপারইউজার মোডে updatedb কমান্ড দিলে ডাটাবেজ আপডেটেড হবে।