তৃতীয় খন্ড - আটপৌরে কমান্ডলাইন
সময়ের সাথে সাথে লিনাক্সের ব্যবহার সাধারন ব্যবহারকারীদের মধ্যে বেড়েছে। তাই সার্ভারের ব্যবহারের বাইরে এর দৈনন্দিন কাজের উপযোগী প্রোগ্রামও এখন প্রচুর। তাই চাইলে রোজকার কাজের অনেককিছুই কমান্ডলাইনে করা সম্ভব। এই খন্ডের সমস্তকিছু রোজকার ব্যবহারকে মাথায় রেখেই।
- [অধ্যায় - চার: নেটওয়ার্কিং](3.4.0.networking.md)
- [অধ্যায় - পাঁচ: ফাইল সার্চ](3.5.0.0.search.md)
Last modified 4yr ago