ষষ্ঠ অধ্যায় - আর্কাইভ ও ব্যাকআপ
আর্কাইভ ও ব্যাকআপ
তথ্যপ্রযুক্তির যুগের প্রধান ধারক ও বাহক কম্পিউটার, বিভিন্নরকমের কম্পিউটার। আপনার ডেস্কটপ, বৃহৎ সার্ভার, ক্ষুদ্র স্মার্টফোনে অসংখ্য তথ্য। তথ্যের কথা আসলেই আসে সংরক্ষণের কথা, ব্যাকআপ রাখার কথা। তথ্য রাখার জায়গা সীমিত, কাজেই আসে কম্প্রেশনের কথা। এই অধ্যায়ে আর আর্কাইভ করা, কম্প্রেস করা এবং ব্যাকআপ রাখার পদ্ধতিগুলো নিয়ে কথা বলবো।
ডাটা কম্প্রেশন: ডাটা কম্প্রেসশন সম্পর্কিত ধারণা ও
gzipওbzip2এর ব্যবহার।ডাটা আর্কাইভিং: ডাটা আর্কাইভিং সম্পর্কিত ধারণা এবং
tarওzipএর ব্যবহার।dtrx:
dtrxএর ব্যবহার।সিনক্রোনাইজেশন:
rsyncএর ব্যবহার।
Last updated