dtrx

প্রাত্যহিক জীবনে আমরা আর্কাইভ ও কম্প্রেস যতটা না করি তারচেয়েও বেশি করি এক্সট্রাক্ট। প্রত্যেকটি আর্কাইভিং ও কম্প্রেসিং মেথডের জন্য আলাদা আলাদা এক্সট্রাক্টিং কমান্ড মনে রাখা একটা ঝামেলা বটে। এই ঝামেলা থেকে মুক্তি দেবে dtrx। সাধারণত এই ছোট্ট টুলটি ইন্সটলড থাকেনা ডিফল্টভাবে। তবে রিপোজিটরিতে অবশ্যই পাবেন। আপনি ইন্সটল করে নেবেন।

dtrx এর ব্যবহার চুড়ান্তরকমের সোজা। একটা কমান্ডমাত্র মনে রাখবেন:

dtrx -rv archive_file...

-r অপশনটির জন্য যদি আর্কাইভের মধ্যে আরো আর্কাইভ থাকে সেটিও এক্সট্রাক্ট করবে এবং -v এর জন্য এক্সট্রাক্ট করার সময় বিভিন্ন তথ্য দেখাবে।

এই পদ্ধতিতে playground.tar আর্কাইভটি এক্সট্রাক্ট করতে চাইলে লিখবেন:

dtrx -rv playground.tar

কখনো কখনো দেখা যায় একটা আর্কাইভে শুধু একটি মাত্র ফাইল বা ডিরেক্টরি থাকে। সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করবে কী করতে হবে। আপনি চাইলে স্বাভাবিকভাবে এক্সট্রাক্ট করতে পারেন। আবার বলতে পারেন যে ভিতরের ফাইল বা ফোল্ডারটি শুধু বাইরে এনে এক্সট্রাক্ট করতে।

Last updated