কমান্ডলাইন এডিটিং
Readline নামের একটা লাইব্রেরির মাধ্যমে bash কমান্ডলাইন এডিটিং এর সুযোগ দেয়। কমান্ডলাইন এডিটিং এর কিছু নিদর্শন আমরা আগেও দেখেছি। যেমন আমরা এ্যারো কি ব্যবহার করে কমান্ডের লেখার মধ্যে ডানে-বামে সরতে পারি। এমন না যে সমস্ত এডিটিং ফিচার আপনার জানতেই হবে। তবে কোন কোনটা আপনার কাজে লাগতেও পারে। দেখে নেয়া ভালো।
কার্সর মুভমেন্ট
এখানে কার্সর মুভমেন্ট এর কিছু কীবোর্ড শর্টকার্ট দেয়া হল:
এডিটিং শর্টকাট
এবার কিছু টেক্সট এডিটিং শর্টকাট দেখে নেয়া যাক:
কাট এবং পেস্ট
আমরা যাকে কাট এবং পেস্ট বলি readline লাইব্রেরিটির ডকুমেন্টেশনে তাকে কিলিং(killing) ও ইয়াঙ্কিং(Yanking) বলে। যে লেখাগুলো কাট বা কিল করা হয় তা কিল-রিং(kill-ring) নামের একটা জায়গায় রাখা হয় যার পোশাকি নাম বাফার(buffer)। এখানে কিছু কাট এবং পেস্ট কমান্ড দেয়া হল:
Last updated