ফিঞ্চ (finch) : চ্যাট ক্লায়েন্ট
আগের লেসনে আমরা আইআরসি চ্যাটের জন্য ব্যবহার করেছি। এটা অনস্বীকার্য যে আইআরসি থেকে ফেসবুক, গুগল এদের চ্যাটের জনপ্রিয়তা বেশি। এজন্য আমরা অনেকেই পিজিন(pidgin) ব্যবহার করে থাকি গ্রাফিক্যালি। ফিঞ্চকে পিজিনের কমান্ডলাইন ভার্শন মনে করতে পারেন। দুটি সফটওয়্যারই ব্যাকএন্ডে libpurple ব্যবহার করে এবং কনফিগারেশনও শেয়ার করে। finch
ইন্সটল করুন ও চালু করুন finch
কমান্ড দিয়ে:
প্রথমবার চালু করার সময় যদি কোনো একাউন্ট না থাকে তাহলে এরকমটা দেখাবে। আমরা এখন একটি গুগল এ্যাকাউন্ট যোগ করবো:
আমরা ট্যাব চেপে চেপে ফর্মের ফিল্ডগুলোতে যেতে পারি। আমাদের কনফিগারেশন এরকম ছিল:
Protocol: xmpp
Username: আপনার ইউজারনেম
Domain: gmail.com
Password: আপনার পাসওয়ার্ড
আমরা Remember Password চেকবক্স একটিভ করেছি স্পেস চেপে যেন বারবার পাসওয়ার্ড দিতে না হয়।
Connection security: Use old style SSL
Connect port: 5223
Connect Server: talk.google.com
এরপর আপনার সকল একাউন্টের ওভারভিউ উইণ্ডো আসবে। আপনি Alt-n চেপে ব Buddy List উইন্ডোতে যেতে পারেন। সেখানে অনলাইনে থাকা ইউজারদের পাবেন। যেকোনো ইউজারের নামের ওপর এন্টার চাপলে তারজন্য একটি চ্যাট উইন্ডো খুলবে। আপনি সেখানে চ্যাট করতে পারেন।
এবার দেখে নেওয়া যাক কিছু দরকারি শর্টকাট:
শর্টকাট | কাজ |
Alt + a | একশনগুলো দেখাবে। সোজাকথায় পিজিনে আপনি মেন্যুবারে যা যা পাবেন সেগুলো দেখাবে। |
Alt + n | পরবর্তী উইন্ডোতে যাবে। |
Alt + p | পূর্ববর্তী উইন্ডোতে যাবে। |
Alt + w | উইন্ডো লিস্ট দেখাবে যেখান থেকে আপনি যেকোনো উইন্ডোতে যেতে পারবেন। |
Alt + c | বর্তমান উইন্ডো বন্ধ করবে। |
Alt + q | ফিঞ্চ বন্ধ করবে। |
Alt + Tab | পরবর্তী আর্জেন্ট উইন্ডোতে যাবে। |
Alt + Shift + Tab | পূর্ববর্তী আর্জেন্ট উইন্ডোতে যাবে। |
Ctrl + o অথবা F10 | বর্তমান উইন্ডোর মেন্যু দেখাবে (যদি থাকে)। |
Ctrl + x অথবা F11 | বর্তমান উইন্ডোর কনটেক্সট মেন্যু দেখাবে (যদি থাকে)। |
Last updated