ন্যানোর প্রাথমিক ব্যবহার

ন্যানো চালু করা

ন্যানো চালু করার কয়েকটি পদ্ধতি আছে। আপনি যদি শুধু nano কমান্ডটি দেন তাহলে ন্যানো একটি নামহীন ফাঁকা বাফারসহ চালু হবে। এক্ষেত্রে বাফার (buffer) সম্পর্কে বলে রাখি। অধিকাংশ টেক্সট এডিটরকে যখন কোনো ফাইল খুলতে বলা হয়, সে ওই ফাইলের একটি কপি বা প্রতিলিপি খোলে। সেটাতে কাজ করে সেভ করলে তবেই অরিজিনাল ফাইলকে ওভাররাইট করে। এই সাময়িক কপিকে বাফার বলে। কোনো ফাইলের নাম না দিয়ে তৈরী এই ফাঁকা বাফার সেভ করতে গেলে আপনায় জিজ্ঞাসা করবে কোন ফাইলনেম দিয়ে সেভ করতে চান। তেমনি আপনি আগেই ফাইলের নাম সহ ন্যানো চালু করতে পারেন এভাবে:

me@howtocode-pc:~$ nano filepath [filepath2]...

অর্থাৎ, nano কমান্ডের আর্গুমেন্ট হিসেবে এক বা একাধিক ফাইলের পাথ। যদি ফাইলটি আগে থেকে থাকে তাহলে সেই ফাইলটিই খুলবে। আর যদি না থাকে তো নতুন ফাইল খুলবে।

ন্যানোর বিভিন্ন অংশ

ন্যানো চালু করার পর আপনি এরকম দেখবেন:

  GNU nano 2.2.6                New Buffer                                        

















^G Get Help  ^O WriteOut  ^R Read File ^Y Prev Page ^K Cut Text  ^C Cur Pos
^X Exit      ^J Justify   ^W Where Is  ^V Next Page ^U UnCut Text^T To Spell
  • প্রথম লাইনে আমরা সাদা একটি বার দেখবো। যার বামপাশে ন্যানোর ভার্শন সহ নাম দেখাবে। এখানে ছিল 'GNU nano 2.2.6'।

  • তারপরই ফাইলের নাম। আমরা কোনো আর্গুমেন্ট ছাড়া ন্যানো চালু করেছি তাই আমাদের একটা নতুন বাফার তৈরী করে দিয়েছে যার নাম 'New Buffer'।

  • তারপরই আপনি কার্সরসহ লেখার জায়গা পাবেন।

  • নীচের দিক থেকে উপরে উঠতে থাকলে তৃতীয় লাইনটি মিনিবাফার। এখানে বিভিন্ন গুরত্বপূর্ণ তথ্য দেখায় এবং বিভিন্ন কমান্ডের অংশ হিসেবে লেখার সুযোগ দেয়।

  • নীচের দিক থেকে শেষ দুই লাইনে প্রয়োজনীয় কমান্ডগুলো দেয়া থাকে। ন্যানোর কমান্ডে দুইধরনের সংকেত ব্যবহৃত হয়। '^' চিহ্ন দিয়ে CTRL বোঝায় এবং 'M-' দিয়ে মেটা বা ALT যদি তা কমান্ডের সামনে বসে। অর্থাৎ '^^' মানে কিন্তু CTRL+CTRL না। শুধু প্রথম '^'টা CTRL পরেরটা '^' চিহ্ন যা সাধারনত শিফট চেপে 6 চাপলে আসে।

সেভ, এক্সিট এবং হেল্প

ন্যানোর নীচে দুই লাইনে দেখে আপনি এই তিনটি কাজ করার উপায় হয়ত এতক্ষণে পেয়ে গেছেন।

সেভ

সেভ করতে ^O চাপুন। যদি আগে থেকে ফাইলের নাম না দেয়া থাকে তাহলে ফাইলের নাম জিজ্ঞাসা করবে। আর যদি আগে থেকেই ফাইলের নাম দিয়ে রাখেন সেই নামটিই দেখাবে। আপনি ওই ফাইলের উপরেই সেভ করতে চাপলে সরাসরি এন্টার চাপবেন। আর যদি অন্য কোনো নামে সেভ করতে চান তাহলে ডিফল্ট নামটি মুছে সেই নামটি লিখে এন্টার দেবেন।

হেল্প

^G চাপলে একটি হেল্প মেন্যু দেখাবে। যেখানে সকল কমান্ড ও তার কার্যকারিতা পাবেন।

এক্সিট

ন্যানো বন্ধ করতে হলে ^X চাপতে হবে। যে ফাইলটি নিয়ে কাজ করছেন সেটিতে কিছু করা হয়েছে কিন্তু সেভ করা হয়নি এমন হলে আপনাকে জিজ্ঞাসা করবে যে ফাইলটি সেভ করবে নাকি সেভ না করেই বন্ধ করবে।

Last updated