তৃতীয় অধ্যায় - রিডিরেকশন

রিডিরেকশন(Ridirection)

রিডেরকশন বা I/O ridirection('I/O' এর অর্থ হচ্ছে input/output) সম্ভবত শেলের সবচেয়ে বড় ক্ষমতা। আমরা ইনপুট ও আউটপুট ফাইল থেকে নিতে পারি বা ফাইলে পাঠাতে পারি এমনকি একটা কমান্ডের আউটপুট অন্য একটি কমান্ডের ইনপুট হিসেবেও ব্যবহার করতে পারি পাইপলাইন(pipeline) এর মাধ্যমে।

Last updated