চতুর্থ অধ্যায় - শেলের চোখে দেখা
প্রত্যেক কমান্ডের নিজস্ব ক্ষমতা আছে। আবার শেল স্বয়ং কিছু ক্ষমতার অধিকারি। শেল বিল্টইন কমান্ড, ওয়াইল্ডকার্ড পাইপলাইন সবই শেলের ফিচার। আমরা এগুলো আগের অধ্যায়গুলোতে ব্যবহার করেছি। এই অধ্যায়ে আমরা শেলের চোখে দেখবো। দেখবো কীভাবে শেল এগুলো দেখে, বিচার করে, কার্যকর করে। আরো দেখবো শেলকে কীভাবে আরো স্মুথলি ব্যবহার করা যায়।
Last modified 4yr ago