চতুর্থ অধ্যায় - শেলের চোখে দেখা
Last updated
Last updated
প্রত্যেক কমান্ডের নিজস্ব ক্ষমতা আছে। আবার শেল স্বয়ং কিছু ক্ষমতার অধিকারি। শেল বিল্টইন কমান্ড, ওয়াইল্ডকার্ড পাইপলাইন সবই শেলের ফিচার। আমরা এগুলো আগের অধ্যায়গুলোতে ব্যবহার করেছি। এই অধ্যায়ে আমরা শেলের চোখে দেখবো। দেখবো কীভাবে শেল এগুলো দেখে, বিচার করে, কার্যকর করে। আরো দেখবো শেলকে কীভাবে আরো স্মুথলি ব্যবহার করা যায়।
এক্সপ্যানসন সম্পর্কিত প্রাথমিক ধারনা।
পাথনেম এক্সপ্যানসন এর ব্যাখ্যা ও ব্যবহার।
গানিতিক এক্সপ্যানসন এর ব্যবহার।
ব্রেস এক্সপ্যানসনের ব্যবহার।
প্যারামিটার এক্সপ্যানসন সম্পর্কিত প্রাথমিক ধারনা।
কমান্ড সাবস্টিটিউশনের ব্যবহার।
ক্যোটিং সম্পর্কিত প্রাথমিক ধারনা, ডবল ক্যোট ও সিঙ্গেল ক্যোট এর ব্যবহার।
স্কেইপ ক্যারেক্টারের ব্যবহার।