কমান্ড সাবস্টিটিউশন

কমান্ড সাবস্টিটিউশন(Command Substitution) এর মাধ্যমে আমরা আমরা একটি কমান্ডের আউটপুট এক্সপ্যানসন হিসেবে ব্যবহার করতে পারি। একটা উদাহরণ দেখা যাক:

me@howtocode-pc:~$ ls -l $(which cp)
-rwxr-xr-x 1 root root 130304 Mar 24 13:35 /bin/cp

আসুন দেখা যাক কি হলো। কোনো কমান্ডকে এক্সপ্যানসনের জন্য পাঠাতে গেলে তাকে ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে তার সামনে '$' চিহ্ন দিতে হয়। এখানে যেমন $(which cp)। শেল প্রথমে এই কমান্ডটি এক্সিকিউট করেছে আর আউটপুট পেয়েছে '/bin/cp'। এই আউটপুটকে ls -l এর আর্গুমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে।

কমান্ড সাবস্টিটিউশনের জন্য অন্যভাবেও লেখা যায়। আমরা উপরের কমান্ডটি এভাবেও লিখতে পারতাম:

me@howtocode-pc:~$ ls -l `which cp`
-rwxr-xr-x 1 root root 130304 Mar 24 13:35 /bin/cp

Last updated