সপ্তম অধ্যায় - প্রসেস

প্রসেস

আধুনিক অপারেটিং সিস্টেমগুলোকে আমরা দেখি একসাথে একাধিক কাজ করতে পারে। একে বলে মাল্টিটাস্কিং সিস্টেম। আসলে এই অপারেটিং সিস্টেমগুলো অতিদ্রুত একটা কাজ একটু করে অন্য একটা আরেকটু করে আবার আরেকটা খানিকটা করে বলে এদের মাল্টিটাস্কিং বলে মনে হয়। এই যে অতি দ্রুত একটা কাজ থেকে আরেকটা কাজ এ যাওয়া, কোনটা কখন করা হবে সেটা কার্নেল ঠিক করে। এবং কার্নেল এটা ঠিক করে প্রসেসের মাধ্যমে। সে একাধিক প্রসেস এর থেকে বেছে নেয় কোনটা কখন করবে। এই অধ্যায়ে আমরা প্রসেস নিয়ে কথা বলবো।

Last updated