পাসওয়ার্ড পরিবর্তন
passwd কমান্ড দিয়ে আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন। সুপারইউজার হলে পরিবর্তন করতে পারেন অন্য ইউজারের পাসওয়ার্ডও। কোনো ইউজারের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় কমান্ডকাঠামোটি এরকম:
তবে নিজের পাসওয়ার্ড পরিবর্তন করতে কোনো আর্গুমেন্ট ছাড়াই passwd কমান্ডটি দিলেই হয়। তখন প্রথমে আপনার পুরাতন পাসওয়ার্ড দিতে বলবে। সঠিকভাবে পুরাতন পাসওয়ার্ড দিলে তবেই নতুন পাসওয়ার্ড দিতে বলবে। খুব ছোট পাসওয়ার্ড, আগের পাসওয়ার্ডই নতুন পাসওয়ার্ড হিসেবে দিতে চাইলে বা পাসওয়ার্ডটি ডিকশনারীর কোনো শব্দ হলে সেটি নেবে না।
Last updated