ইম্যাকস্: বেসিক এডিটিং
ফাইল খোলা
ইম্যাকসে আপনি ন্যানো এবং ভিমের মতই কোনো ফাইল খুলতে পারেন:
এভাবে আমরা emacsfoo.txt ফাইলটি খুলবো:
অথবা আপনার emacs চালু থাকলে C-x C-f
(find-file) চাপুন। দেখবে ইকো এরিয়ায় এরকম কিছু আসবে:
এরপর লিখুন emeacsfoo.txt। অর্থাৎ ইকো এরিয়ায় এরকম দেখাবে:
এন্টার চাপুন।
বলাবাহুল্য, ওই নামে ফাইল না থাকলে ফাইল তৈরী করে নেবে।
লেখালেখি
লেখালেখি শেখার বিশেষ কিছু নেই। সাধারণ এডিটরের মতই লিখতে পারেন। এ্যারো কী চেপে লেখার মধ্যে কার্সর ঘোরাতে পারেন। ব্যাকস্পেস চেপে মুছতে পারেন।
সেভ
সেভ দিতে চাপুন C-x C-s
(save-buffer)
মার্ক, কাট, কপি, পেস্ট
ভিমের মতই ইম্যাকসের বেশকিছু কমান্ড আছে কাট ও কপির জন্যা। কোনোটা একটা অক্ষর বা লাইন বা শব্দ কাট বা কপি করে। আসলে এতোগুলো মনে রাখাও সমস্যার। আমরা অধিকাংশ লেখা সিলেক্ট করে বা মার্ক করে কাট বা কপি করতে অভ্যস্ত। সুতরাং আপনাকে যা করতে হবে তা হল:
প্রথমে মার্ক করতে হবে প্রয়োজনীয় অংশটুকু। মার্ক করতে যেখান থেকে মার্ক করা শুরু করতে চান সেখানে কার্সর নিন এবং
C-SPC
(set-mark-command) চাপতে হবে। তারপর এ্যারো কী দিয়ে কার্সর সরিয়ে দরকারি অংশটুকু মার্ক করতে হবে।তারপর কাট/ডিলিট করতে
C-w
(kill-regiion) বা কপি করতেM-w
(kill-ring-save) চাপতে হবে।যেখানে পেস্ট করবেন সেখানে গিয়ে
C-y
(yank) চাপলে পেস্ট হবে।
CUA mode
আপনি চাইলে C-x
, C-c
ও C-v
দিয়ে যথাক্রমে কাট, কপি ও পেস্ট করতে পারেন। এর জন্য আপনার হোমে থাকা .emacs ফাইলটি খুলুন এবং নীচের লাইনটি লিখে সেভ দিন:
বন্ধ করা
ইম্যাকস্ বন্ধ করতে C-x C-c
(save-buffers-kill-terminal) চাপুন। এডিটের জন্য খোলা ফাইলগুলো সেভ করা থাকলে ইম্যাকস্ বন্ধ হবে নতুবা মিনিবাফারে সেভ করার জন্য প্রয়োজনীয় নির্দেশ চাইবে।
Last updated