সিমিউজ(cmus): মিউজিক প্লেয়ার
সিমিউজ ব্যবহার করতে হলে আপনাকে ইন্সটল করে নিতে হবে। আপনার ডিস্ট্রিবিউশন অনুযায়ী cmus
প্যাকেজটি ইন্সটল করে নিন। এরপর cmus
কমান্ড দিয়ে চালু করলে এরকম কিছু দেখবেন:
সিমিউজ এর লাইব্রেরীতে কোনো অডিও না থাকায় এরকম ফাঁকা। আমার সমস্ত অডিও ~/Music/ ফোল্ডারে আছে। আমি এগুলো লাইব্রেরীতে লোড করবো এভাবে:
লোড করার পর সমস্ত গান লাইব্রেরীতে চলে এসেছে:
ভিউ
সিমিউজের মোট সাতটি ভিউ আছে যা যথাক্রমে 1-7 কীগুলো দিয়ে আমরা ঢুকতে পারি। ভিউগুলো হল:
আমরা ভিউগুলো নিয়ে কথা বলবো। তার আগে কিছু গুরুত্বপূর্ণ শর্টকার্ট জেনে নেওয়া যায়।
win
দিয়ে শুরু হওয়া কমান্ডগুলো বাদে বাকি সব কমান্ড যেকোনো ভিউতে বসে কাজ করবে।
লাইব্রেরী ভিউ
আমরা আগেই জেনেছি লাইব্রেরীতে গান যোগ করতে পারেন এভাবে:
আবার আপনি লাইব্রেরী ক্লিয়ার করতে পারেন :clear
দিয়ে।
বামপাশে আপনি লাইব্রেরীর সব আর্টিস্টদের নাম পাবেন। তাদের নামের ওপর কার্সর নিয়ে space
চাপলে সেই আর্টিস্টর অ্যালবামগুলো দেখাবে। অ্যালবামের ওপর কার্সর নিলে ডানপাশের অংশে গানগুলো দেখতে পাই। tab
চেপে আমরা দুই অংশের মধ্যে যাতায়াত করতে পারি।
কোনো আর্টিস্টের নামের ওপর কার্সর রেখে এন্টার চাপলে তার সকল অ্যালবাম ও গান চালু হবে। একইভাবে অ্যালবামের ওপর এন্টার চাপলে শুধু অ্যালবাম এবং গান হলে শুধু গান।
সর্টেড লাইব্রেরী ভিউ
এই ভিউতে সকল গান লিস্ট হিসেবে থাকে। যেকোনোটির উপর গিয়ে এন্টার চেপে শুনতে পারেন।
ব্রাউজার ভিউ
5
চেপে আপনি যখন ব্রাউজারে যাবেন তখন আপনি ডিরেক্টরী ট্রী দেখতে পাবেন। এন্টার চেপে ফোল্ডারে ঢুকতে পারবেন। কোনো অডিও ফাইল চালাতে চাইলেও এন্টার চাপতে হবে। প্যারেন্ট ডিরেক্টরীতে যেতে ব্যাকস্পেস চাপতে পারে বা ফোল্ডারের সবচেয়ে উপরে থাকা ../
এ কার্সর নিয়ে এন্টার চাপতেও পারেন। এখান থেকে গান কিউতে ও প্লেলিস্টে নিতে যথাক্রমে e
ও y
চাপতে হবে।
কিউ ভিউ
কিউতে থাকা ট্র্যাকগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পায়। আর সকলকিছুর আগে এগুলো প্লে হয়। আপনি ব্রাউজার বা লাইব্রেরী ভিউ থেকে e
চেপে যোগ করতে পারেন কিউতে।
প্লেলিস্ট ভিউ
আপনি সবচেয়ে বেশি হয়ত এই ভিউটি ব্যবহার করবেন। গান যারা নিয়মিত শোনেন, মুড অনুযায়ী প্লেলিস্ট তৈরী করা তাদের কাছে মিউজিক প্লেয়ারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা যদি নতুন একটা প্লেলিস্ট তৈরী করতে চাই তাহলে প্লেলিস্ট ভিউতে গিয়ে :clear
কমান্ড দিয়ে প্লেলিস্ট ক্লিয়ার করে নেবো। তারপর ব্রাউজার ভিউতে গিয়ে পছন্দমত ট্র্যাক 'y' চেপে প্লেলিস্টে যোগ করবো। যথেষ্ট পরিমাণে ট্র্যাক যোগ করা হলে :save path/to/playlist_file.pls
দিয়ে সেভ করবো। এখন আমরা প্লেলিস্টটি ব্যবহার করতে পারি। আমরা একাধিক প্লেলিস্ট এরকম ফাইল হিসেবে সেভ করতে পারি। আমি আমার প্লেলিস্টগুলো একটি ফোল্ডারে রাখি এবং প্রয়োজনমত :load path/to/playlist_file.pls
দিয়ে লোড করি।
Last updated