find: অপশন

আমরা টেস্ট, অপারেশন ও একশন সম্পর্কে জেনেছি। এগুলো সবই অপশন। এর বাইরেও কিছু অপশন ঋে। জেনে নেয়া যাক:

অপশন

কাজ

-depth

যখন find দিয়ে আমরা কোনো কাজ করি তখন কোনো ডিরেক্টরিতে কিছু করার আগে তার ফাইলগুলোতে করবে। -delete একশনে এটি ডিফল্টভাবে এপ্লাই হয়।

-maxdepth levels

ডিরেক্টরি ট্রির কত গভীর পর্যন্ত বিবেচনায় আনবে সেটি ঠিক করে দেওয়া যায় এই অপশন দিয়ে।

-mindepth levels

ডিরেক্টরি ট্রির সর্বনিম্ন কত গভীরতায় কাজ করবে সেটি ঠিক করে দিতে এই অপশনটি ব্যবহৃত হয়।

-mount

মাউন্টেড ড্রাইভের ডিরেক্টরিগুলো আমলে নেবে না।

-noleaf

সিডি/ডিভিডি বা উইন্ডোজের ফাইলসিস্টেমে খুঁজতে এই অপশন দিতে হয় যেন ইউনিক্স এর মত ফাইলসিস্টেমের মত কাজ না করে।

Last updated