find: একশন

find দিয়ে কোনো কিছু খুঁজে বের করার পর তার ওপর সরাসরি কোনো কমান্ড এপ্লাই করা যায়। এমনকি এমনকিছু একশন ডিফল্টভাবে দেওয়াও আছে:

একশন

কাজ

-delete

ফাইলগুলো ডিলিট করবে। ব্যবহারে বিশেষ সতর্কতা নিশ্চিত করুন।

-ls

ফাইলগুলো ls -dils কমান্ডের মত প্রিন্ট করবে।

-print

স্ট্যান্ডার্ড আউটপুটে প্রিন্ট করবে। এটি ডিফল্টভাবে কাজ করে।

-quit

কোনো মিল পেলে সার্চ বন্ধ করবে।

যদি আমরা হোমফোল্ডারের সকল .BAK একস্টেনশনওয়ালা ব্যাকআপ ফাইলগুলো ডিলিট করতে চাই তাহলে লিখতে হবে:

me@howtocode-pc:~$ find ~ -type f -name '*.BAK' -delete

শুধু find কমান্ডের নিজস্ব একশন না, আমরাও একশন যোগ করতে পারি এভাবে:

me@howtocode-pc:~$ type f -name "*.iso" \( -size +300M \) -and \( -size -700M \) -exec ls -l '{}' ';'
-rw-rw-r-- 1 nishadsingha nishadsingha 729808896 Feb  8 21:31 /home/nishadsingha/lubuntu-14.04.1-desktop-i386.iso
-rw-rw-r-- 1 nishadsingha nishadsingha 411041792 Mar 29 15:39 /home/nishadsingha/archbang-150328-i686.iso
-rw-rw-r-- 1 nishadsingha nishadsingha 478935040 Mar  9 13:40 /home/nishadsingha/Porteus-KDE4-v3.1-i486.iso
-rw-rw-r-- 1 nishadsingha nishadsingha 665845760 Feb  8 21:25 /home/nishadsingha/debian-7.7.0-amd64-CD-1.iso

আমরা কমান্ডের শেষে -exec ls -l '{}' ';' ব্যবহার করেছি। আসুন এর অংশগুলো দেখি:

  • -exec: এটির মাধ্যমে আমরা কমান্ড এপ্লাই করবো। ইন্টারএকটিভলি কাজ করতে -ok ব্যবহার করতে হবে।

  • ls -l: আমরা যে কমান্ডটি সার্চ রেজাল্টের উপর এপ্লাই করতে চেয়েছি।

  • '{}': এটি দিয়ে কারেন্ট পাথনেম বোঝায়।

  • ';': কমান্ডের সমাপ্তি বোঝায়। এক্ষেত্রে প্রত্যেক সার্চ রেজাল্টের জন্য একবার করে ls -l কমান্ডটি দিবে। তবে আমরা যদি + ব্যবহার করি আগে সমস্ত সার্চরেজাল্ট থেকে একটি লিস্ট তৈরী করবে, তার ওপর কমান্ডটি এক্সিকিউট করবে।

xargs

একশন যা করে তা আমরা xargs দিয়ে আরো সহজে করতে পারি। xargs এর কাজ হল স্ট্যান্ডার্ড আউটপুট থেকে তথ্য নিয়ে অন্য কমান্ডের জন্য ইনপুট তৈরী করা। অনেকসময় ফাইলের নামের ভিতরেই স্পেস থাকে। সেক্ষেত্রে আমরা find এর সাথে -print0 এবং xargs এর সাথে --null অপশন ব্যবহার করবো। সুতরাং পূর্ববর্তী কমান্ডটি আমরা এভাবে লিখতে পারি:

me@howtocode-pc:~$ find ~ -type f -name "*.iso" \( -size +300M \) -and \( -size -700M \) -print0 | xargs --null ls -l
-rw-rw-r-- 1 nishadsingha nishadsingha 411041792 Mar 29 15:39 /home/nishadsingha/archbang-150328-i686.iso
-rw-rw-r-- 1 nishadsingha nishadsingha 665845760 Feb  8 21:25 /home/nishadsingha/debian-7.7.0-amd64-CD-1.iso
-rw-rw-r-- 1 nishadsingha nishadsingha 729808896 Feb  8 21:31 /home/nishadsingha/lubuntu-14.04.1-desktop-i386.iso
-rw-rw-r-- 1 nishadsingha nishadsingha 478935040 Mar  9 13:40 /home/nishadsingha/Porteus-KDE4-v3.1-i486.iso

Last updated