ইমেজ তৈরী
তথ্য সংরক্ষণে অপটিক্যাল ড্রাইভ/ডিভাইস বা CD ও DVD এর ব্যবহার সম্প্রতি কমে এলেও বিলুপ্ত হয়নি। বিশেষ করে ব্যাকআপ রাখতে এর ব্যবহার প্রচুর। সিডি বা ডিভিডির হুবহু ক্লোনকে ইমেজ বলে। কয়েকরকম ইমেজ ফরম্যাটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় iso ফরম্যাটে। এই লেসনে আমরা ইমেজ নিয়ে বিভিন্ন কাজ শিখবো।