অপটিক্যাল মিডিয়ায় রাইট করা

এই পর্যায়ে আমরা সিডি/ডিভিডি রাইট করা সম্পর্কিত বিভিন্ন কাজ দেখবো।

রি-রাইটেবল সিডি/ডিভিডি ফাঁকা করা

আমরা অনেকেই ব্যাকআপ রাখতে রি-রাইটেবল সিডি/ডিভিডি ব্যবহার করি। এগুলো পুনর্ব্যবহারের জন্য আগে ফাঁকা করতে হয়। এজন্য আমরা এই কমান্ডটি দেবো:

me@howtocode-pc:~$ wodim dev=/dev/sr0 blank=fast

ইমেজ ফাইল ডিভিডিতে রাইট করা

মনে করি আমাদের কাছে image.iso নামে একটি আইএসও ইমেজ আছে। এটিকে ফাঁকা সিডি/ডিভিডিতে রাইট করতে এই কমান্ডটটি দিতে হবে:

me@howtocode-pc:~$ wodim dev=/dev/sr0 image.iso

Last updated