মাউন্ট এবং আনমাউন্ট
লিনাক্স সিস্টেমে আমরা মাউন্ট এবং আনমাউন্ট করতে যথাক্রমে mount
ও umount
কমান্ড ব্যবহার করে থাকি।
আনমাউন্ট করতে হলে আপনাকে ডিভাইস বা পার্টিশনের নাম জানতে হবে। কোনো আর্গুমেন্ট ছাড়া যদি mount
কমান্ড দেন তাহলে এখন মাউন্টেড ডিভাইসগুলো দেখতে পাবেন:
আমরা আউটপুটের একদম শেষ লাইনে দেখতে পাচ্ছি যে আমার পেনড্রাইভ যেটার লেবেল হল Roy সেটাকে /media/me/Roy ফোল্ডারে মাউন্ট করা হয়েছে। এখান থেকে আমরা পেনড্রাইভের পার্টিশনের নামও পেয়ে গেছি। সেটি হল /dev/sdc1। বুঝতে অসুবিধা হয় না যে ডিভাইসটির নাম হবে তাহলে /dev/sdc। এখন আমরা যদি sdc1 পার্টিশনটিকে আনমাউন্ট করতে চাই তাহলে লিখবো:
সামনে হ্যাশ(#) চিহ্ন দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি আপনাকে সুপারইউজার হিসেবে দিতে হবে।
এবার মনে করুন আমরা এই ড্রাইভটাকে অন্য কোথাও মাউন্ট করতে চাই। mount কমান্ডের কমান্ড কাঠামো এরকম:
এটাকে তাহলে আমাদের হোম ফোল্ডারে mounted_here নামে ফোল্ডারে মাউন্ট করা যাক:
CD/DVD বা iso image এর জন্য মাউন্টের ধরণটা একটু আলাদা। মনে করি আপনার হোম ফোল্ডারে একটি আইএসও ইমেজ আছে। এটি আপনি মাউন্ট করতে চাইলে ইমেজের মধ্যকার ফাইলসিস্টেম টাইপ আপনাকে বলতে হবে। অধিকাংশ ইমেজ/CD/DVD iso9660 টাইপের হয়।
প্রথমে আমরা iso_mount বলে একটা ফোল্ডার তৈরী করেছি। এবার আমরা মাউন্ট কমান্ডের সাথে -t অপশন দিয়ে টাইপটি লিখেছি। -o এর মাধ্যমে আমরা loop অপশন যোগ করেছি। যার ফলে এটিকে একটি ডিভাইস হিসেবে কম্পিউটার ধরে নেবে। এই অপশনটি না দিলেও হয় তবে কখনো কখনো কাজে লাগে। তারপর আইসও ফাইলের নাম ও মাউন্টপয়েন্ট ফোল্ডারটির নাম দিয়েছি।
Last updated