ফাইল ও ডিরেক্টরি মুভ করা
ফাইল ও ডিরেক্টরি মুভ বা স্থানান্তর করতে(এবং রিনেম বা নাম পরিবর্তনের জন্যও) ব্যবহৃত কমান্ডটি হল mv। এর ব্যবহার cp কমান্ডের মতই। একটি ফাইল বা ডিরেক্টরি মুভ করতে বা রিনেম করতে প্রয়োজনীয় কমান্ডকাঠামোটি হচ্ছে:
mv source_item destination_item
এবং একাধিক ফাইল বা ডিরেক্টরি কোনো ডিরেক্টরিতে স্থানান্তর করতে:
mv source_item... destionation_directory
আসুন এবার mv কমান্ডটির কিছু গুরুত্বপূর্ণ অপশন জেনে নেয়া যাক:
অপশন | লং অপশন | অর্থ |
-i | --interactive | সোর্স থেকে মুভ করা হচ্ছে এমন কোনো ফাইল এর নাম যদি ডেস্টিনেশনে আগে থেকেই আছে এমন কোনো ফাইলের সাথে মিলে যায় তবে এই অপশনটি ব্যবহার করলে ফাইলটি ওভাররাইড করার আগে অনুমতি চাইবে। অনথ্যায় নীরবে ওভাররাইড করবে। |
-u | --update | এই অপশন ব্যবহার করলে শুধুমাত্র সেইসব ফাইল সোর্স থেকে মুভ করবে যেগুলো ডেস্টিনেশনে নেই বা থাকলেও তার থেকে নতুন। |
-v | --verbose | এই অপশন ব্যবহার করলে কাজের সম্পর্কে বিভিন্ন তথ্য জানাবে। |
এবার কিছু উদাহরণ দেখে নেয়া যাক:
mv source_file destination_file
আমরা একটি ফাইলকে আরেকটি ফাইলে মুভ করছি। এক্ষেত্ রে দুটো ব্যাপার ঘটতে পারে। destination_file নামে কোনো ফাইল থাকলে তার তথ্য source_file এর তথ্য দ্বারা ওভাররাইড হবে। যদি destination_file নামে কোনো ফাইল না থাকে তাহলে তৈরী হবে।
এবার -i অপশনযুক্ত কমান্ড দেখা যাক:
mv -i source_file destination_file
সবকিছু উপরের উদাহরণের মতই প্রায় শুধু destination_file নামে কোনো ফাইল আগে থেকেই থাকলে ওভাররাইড এর আগে অনুমতি চাইবে।
এবার দেখা যাক একাধিক ফাইলকে কিভাবে একটি ডিরেক্টরিতে স্থানান্তর করবো। এখানে উল্লেখ্য যে, যে ডিরেক্টরিতে মুভ করা হবে তাকে আগে থেকেই থাকতে হবে।
mv source_file1 source_file2 destination_directory
এবার ডিরেক্টরি স্থানান্তরের একটি উদাহরণ:
mv source_directory destination_directory
এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে। যদি destination_directory না থাকে তবে প্রথমে destination_directory নামে একটি ডিরেক্টরি তৈরী করবে। তারপর source_directory থেকে সবকিছু সেখানে মুভ করবে এবং সবশেষে source_directory ডিলিট করে দেবে।
আর যদি destionation_directory আগে থেকেই থাকে, তাহলে source_directoryটিকে তার সব কন্টেন্টসহ destination_directory এর মধ্যে মুভ করা হবে।
Last modified 4yr ago