মাট (Mutt): ইমেইল ক্লায়েন্ট

কমান্ডলাইন ইমেইল ক্লায়েন্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বোধহয় মাট (mutt) এটি ইন্সটলের পর প্রথম কাজ হলো আপনার হোমে .muttrc নামে একটি কনফিগারেশন ফাইল তৈরী করা। এরজন্য প্রথমে আপনি নীচের লেখাটুকু কপি করে .muttrc ফাইলে পেস্ট করুন। আমরা এই লেসনে মাট টর সাথে জিমেইল একাউন্ট ব্যবহার করছি।

# basic .muttrc for use with Gmail
# Change the following six lines to match your Gmail account details
set imap_user = "username@gmail.com"
set imap_pass = "your_password"
set smtp_url = "smtp://username@smtp.gmail.com:587/"
set smtp_pass = "your_password"
set from = "username@gmail.com"
set realname = "Utsob Roy"
set message_cachedir="~/.mutt_msgcache"
#
# # Change the following line to a different editor you prefer.
set editor = 'your_favorite_editor'
# Basic config
set folder = "imaps://imap.gmail.com:993"
set spoolfile = "+INBOX"
set imap_check_subscribed=yes
set hostname = gmail.com
set mail_check = 120
set timeout = 300
set imap_keepalive = 300
set postponed = "+[GMail]/Drafts"
set header_cache=~/.mutt/cache/headers
set message_cachedir=~/.mutt/cache/bodies
set certificate_file=~/.mutt/certificates
set move = no
set include
set sort = 'threads'
set sort_aux = 'reverse-last-date-received'
set auto_tag = yes
set pager_index_lines = 10
ignore "Authentication-Results:"
ignore "DomainKey-Signature:"
ignore "DKIM-Signature:"
hdr_order Date From To Cc
alternative_order text/plain text/html *
auto_view text/html
bind editor <Tab> complete-query
bind editor ^T complete
bind editor <space> noop
bind compose y send-message
# # Gmail-style keyboard shortcuts
macro index,pager am "<enter-command>unset trash\n <delete-message>" "Gmail archive message" # different from Gmail, but wanted to keep "y" to show folders.
macro index,pager d "<enter-command>set trash=\"imaps://imap.googlemail.com/[GMail]/Bin\"\n <delete-message>" "Gmail delete message"
macro index,pager gi "<change-folder>=INBOX<enter>" "Go to inbox"
macro index,pager ga "<change-folder>=[Gmail]/All Mail<enter>" "Go to all mail"
macro index,pager gs "<change-folder>=[Gmail]/Sent Mail<enter>" "Go to sent mail"
macro index,pager st "<change-folder>=[Gmail]/Starred<enter>" "Go to starred messages"
macro index,pager gd "<change-folder>=[Gmail]/Drafts<enter>" "Go to drafts"
macro index,pager gl "<change-folder>?" "Go to 'Label'" # will take you to a list of all your Labels (similar to viewing folders)

বুঝতেই পারছেন বিভিন্ন জায়গায় কমেন্ট দিয়ে সেই অংশের কাজ বোঝানো হয়েছে। আমাদের প্রথম অংশটুকু নিজেদের মত করে নিতে হবে। আমরা এই অংশটুকু এডিট করবো:

# basic .muttrc for use with Gmail
# Change the following six lines to match your Gmail account details
set imap_user = "username@gmail.com"
set imap_pass = "your_password"
set smtp_url = "smtp://username@smtp.gmail.com:587/"
set smtp_pass = "your_password"
set from = "username@gmail.com"
set realname = "Utsob Roy"
set message_cachedir="~/.mutt_msgcache"
#
# # Change the following line to a different editor you prefer.
set editor = 'your_favorite_editor'

এখানে যে জায়গাগুলোয় username লেখা সেখানে আপনার জিমেইল ইউজারনেম এবং your_password এর জায়গায় আপনার পাসওয়ার্ড দেবেন। your_favorite_editor এর জায়গায় আপনার এডিটরের কমান্ড। এটি আপনি ন্যানো ব্যবহার করলে ন্যানো দেবেন। আমার মত ইম্যাকস কমান্ডলাইনে ইউজ করলে দেবেনন emacs -nw আবার গ্রাফিকাল এডিটর যেমন gedit ও দিতে পারেন। ফাইলটি সেভ করে mutt কমান্ড দিয়ে মাট চালু করুন। এরকম কিছু দেখতে পাবেন:

q:Quit    u:Undel    m:Mail  r:Reply    ?:Help
   1 N + Apr 07 Gitter Notifica ( 56K) Unread messages in gitterHQ/gitter
   2 N + Apr 07 Freelancer.com  ( 11K) Come back and start earning today!
   3 N + Apr 07 Freelancer.com  (115K) Latest projects and contests matching your
   4 N + Apr 06 Couple App      ( 25K) Welcome to Couple!
   5 N + Apr 06 Ello            ( 31K) Ello! V2 Update + New Greg Foley T-shirt
   6   + Apr 04 Arafat!         (8.8K) Re: রিসোর্সেস
   7     Mar 04 Md. Sabbir Alam (4.5K) [sh.howtocode.com.bd] Changed the SUMMARY.m
   8 r + Mar 04 Md.Sabbir Alam  (  63) Re: পুল রিকুয়েস্ট সম্পর্কিত
   9     Mar 02 Md. Sabbir Alam (5.9K) [sh.howtocode.com.bd] Added a new Chapter (
  10   C Mar 03 Md. Sabbir Alam (4.4K) └─>
  11   T Jan 27 Arafat!         (6.5K) Info
  12   + Jan 21 The CloudOn Tea ( 26K) CloudOn Joins Dropbox!
  13 r + Jan 19 Arafat!         (2.2K) Sorry
---Mutt: =INBOX [Msgs:13 New:5 Flag:3 1.1M]---(threads/reverse-last-date-received)

সবচেয়ে উপরের লাইনে আমরা এমনটা দেখতে পাচ্ছি:

q:Quit    u:Undel    m:Mail  r:Reply    ?:Help

এই লাইনে আপনি বিভিন্ন সময় দরকারি কমান্ডগুলো দেখতে পাবেন। আর অতিরিক্তগুলো দেখতে ? চাপলেই দেখতে পারবেন।

সবার শেষের লাইনটি মিনিবাফার। ঠিক তার উপরের লাইনে আপনি দেখতে পাবেন কোন ফোল্ডারে আছেন, মেসেজের সংখ্যা ইত্যাদি।

নেভিগেশন

যেকোনো মেইল ফোল্ডারে মেসেজ ব্রাউজ করতে উপরে ও নীচে এ্যারো কী চেপে যেতে পারবেন। এন্টার চাপলে মেসেজটি পড়তে পারবেন। কোনো মেইলের পরবর্তী অংশে যেতে SPACE ও পূর্ববর্তী অংশে যেতে - চাপবেন। মেসেজটি বন্ধ করতে চাপবেন 'i'। বিভিন্ন ফোল্ডারে যেতে আমরা নীচের শর্টকার্ট ব্যবহার করতে পারি:

শর্টকার্ট

ফোল্ডার

gi

ইনবক্স

ga

অল মেইল

gs

সেন্ট মেইল

gt

স্টার্ড মেইল

gd

ড্রাফট

মেইল করা

নতুন মেইল করতে m চাপুন বা কোনো মেইলের রিপ্লাই করতে চাইল তার ওপর কার্সর রেখে r চাপুন। মিনিবাফারে এরকম আসবে:

To:

অর্থাৎ আপনাকে প্রাপকের মেইল এড্রেস দিতে হবে। তারপর সাবজেক্ট জানতে চেয়ে এরকম আসবে:

Subject:

এরপর আপনার ফেভারিট এডিটরে মেইল লেখার ফাইলটি খুলবে। এখানে আপনি লিখবেন, সেভ করবেন এবং বন্ধ করবেন। আপনি সাথে আরও কোনো ফাইল এটাচ করতে চাইলে a চাপবেন। তখন মিনিবাফারে ফাইল পাথ দেখিয়ে দিতে হবে। সবশেষে 'y' চেপে সেন্ড করবেন।

Last updated