প্রথম অধ্যায় - এনভায়রনমেন্ট
এনভায়রনমেন্ট
এনভায়রনমেন্ট নিয়ে আমরা আগেও কথা বলেছি। এনভায়রনমেন্ট হচ্ছে শেল দ্বারা সংরক্ষিত কিছু তথ্য যা আমাদের কাজের পরিবেশ নিয়ন্ত্রণ করে। বেশিরভাগ প্রোগ্রাম কীভাবে কাজ করবে তার জন্যে নিজস্ব কনফিগারেশন ফাইলের ওপর নির্ভর করলেও অনেক প্রোগ্রাম আছে এনভায়রনমেন্ট থেকেই নিজেদের কনফিগার করে।
এনভায়রনমেন্টের ভিতরে দেখা: এনভায়রনমেন্ট ও ভেরিয়েবল সম্পর্কে জানা।
যেভাবে এনভায়রনমেন্ট তৈরী করা হয়: স্টার্টআপ ফাইল ও কার্যকর করার পদ্ধতি সম্পর্কে ধারনা।
এনভায়রনমেন্ট পরিবর্তন: এবভায়রনমেন্ট এডিট সম্পর্কে ধারনা এবং nano টেক্সট এডিটরের প্রাথমিক ব্যবহার।
Last updated