প্রথম অধ্যায় - এনভায়রনমেন্ট
এনভায়রনমেন্ট নিয়ে আমরা আগেও কথা বলেছি। এনভায়রনমেন্ট হচ্ছে শেল দ্বারা সংরক্ষিত কিছু তথ্য যা আমাদের কাজের পরিবেশ নিয়ন্ত্রণ করে। বেশিরভাগ প্রোগ্রাম কীভাবে কাজ করবে তার জন্যে নিজস্ব কনফিগারেশন ফাইলের ওপর নির্ভর করলেও অনেক প্রোগ্রাম আছে এনভায়রনমেন্ট থেকেই নিজেদের কনফিগার করে।
Last modified 4yr ago